কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ মোঃ অলিউল ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে তিন টার দিকে এসআই আবীর গোলদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দশমিনা থানাধীন ১নং ওয়ার্ডের গার্লস স্কুল রোড সংলগ্ন মৃত্যু বাছেদ হাওলাদারের ছেলে মোঃ অলিউল ইসলাম (৪৮)-কে তাহার নিজ বসত ঘরের মধ্য হইতে পঞ্চাশ (৫০) পিস ইয়াবাসহ আটক করা হয়।
এবিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, অলিউল ইসলামের বিরুদ্ধে দশমিনা থানায় পূর্বেও মাদক মামলা রয়েছে। এবং আজকেও মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হবে।
Leave a Reply