কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার ) মাঝে পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ হল রুমে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ বশির গাজী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান প্রমুখ।
Leave a Reply