মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের সদর থানা বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার খোর্দ্দ সাপটানা টিএন্ডটি মোড় হইতে মাদকদ্রব্য ৪৩কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ১জনএকে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, দিক নির্দেশনায় এবং লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার এর নেতৃত্বে এসআই মুক্তা সরকার ও সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন পৌরসভার খোর্দ্দ সাপটানা টিএন্ডটি মোড়স্থ এসএ পরিবহনের সামনে হইতে ৩৪ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আসামীকে হাতে নাতে গ্রেফতার করেন। ঘটনার স্থানে একজন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী হলেন মশিউর রহমান (৩০), পিতা-মোঃ নুরুল হক মাতা রাবেয়া বেগম, সাং- ইটাপোতা, ইউপি মোগলহাট, থানা ও জেলা- লালমনিরহাট। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় মামলা নং-২০, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার খোর্দ্দ সাপটানা টিএন্ডটি মোড় হইতে ৩৪কেজি ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
Leave a Reply