শামীম হাসান রিংকু : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫নং কাশালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলার কাশালিয়া এম, কে, বি, এইচ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ১৫নং কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সমাজ সেবক মো : লুৎফর রহমান খানের নিজ অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস উপলক্ষে তোবারক বিতরণ করেন।
কাশালিয়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো : বালা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশালিয়া ইউপি চেয়ারম্যান মো : সিরাজুল ইসলাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. মো : মোস্তাফিজুর রহমান ও সদস্য মো : বাবুল আখতার খান, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গঞ্জর আলী খান, সহ-সভাপতি রওশন আলী সিকদার, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান নাসির, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফকির মিরাজ আলী শেখ, সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল বাসার মোড়ল, এম, কে, বি, এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্রনাথ রায় প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো : সিরাজুল ইসলাম মিয়া বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যার কারনে বাংলাদেশে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ধীরে ধীরে সোনার বাংলা হিসেবে গড়ে উঠেছে। দেশ হয়েছে ক্ষুদা ও দারিদ্র মুক্ত।
এসময় কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো : লুৎফর রহমান খান বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের দাবী জানান তিনি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সকলকে কাজ করার জন্য আহবান জানান।
Leave a Reply