নিজস্ব প্রতিনিধি : নানা কর্মসূচি আর বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে মুকসুদপুরের পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে।
সকাল থেকে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশালিয়া ইউপি চেয়ারম্যান মো : সিরাজুল ইসলাম মিয়া, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো : লুৎফর রহমান খান।

এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক বিভা মন্ডল, ননীক্ষীর ইউনিয়নের সমাজসেবক ও যুবলীগ নেতা শেখ কামরুল হাসান, জলিরপাড়ের ৫নং ইউপি সদস্য ইলিয়াকিম কুন্দা, ‘আসুন স্বপ্ন বুনি’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন নেতাকর্মীরা দোয়া ও তোবারক বিতরণ করেন।
Leave a Reply