কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলসর বাউফলে উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনচিুর রহমানের সঞ্চালনায় প্রস্ততিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,সহসভাপতি সামসুল আলম মিয়া সহ-সভাপতি অ্যাড.মফিজুর রহমান,সহসভাপতি নূর মোহাম্মদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও পৌর আ’লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, বগা ইউনিয়নের আ’লীগের সভাপতি অ্যাড, সাহাবুদ্দিন, যুগ্ন সম্পাদক ও সূর্যমনী ইউনিয়নের চেযারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার, উপজেলা যু্লবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মর্মে সিরাজ, কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ, চন্দ্রদ্বীপ উইনয়নের চেয়ারম্যান আলকাস মোল্লাসহ স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ নেতারা।
সভায় দিবসটি ঘিরে পৌরসভা সহ সব ইউনিয়নে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হবে সিদ্ধান্ত হয় এবং পৌরসভাসহ সকল ইইনয়নে শিক্ষার্থীদের চিত্রাঙ্গণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ কর্মসূচী গ্রহন করা হয়েছে।
Leave a Reply