শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুশান্ত বাড়ৈ (৫০) নামক এক নিষিদ্ধ চায়না জাল কারবারী কে এক বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সে উপজেলার কলাবাড়ী ইউনয়নের কলাবাড়ী গ্রামের মোহোন্ত বাড়ৈর ছেলে।
বুধবার দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় নিষিদ্ধ এ জাল গুলো।
জানা যায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান, এস আই কামরুল ইসলাম সহ সংগীয় ফোর্স গোপান সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে, নিজ বাড়ীর পাশে সড়কে ভ্যানে বহন করার সময় জাল সহ হাতেনাতে গ্রেফতার করে অভিযুক্তকে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
Leave a Reply