স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাতের আঁধারে প্রাবাসীর জায়গার সীমানা প্রাচীর ভাংচুর করেছে একটি কু-চক্রী মহল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী প্রবাসী।
গত মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিন কয়খা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার লোহারংক গ্রামের কাজী আবুল ফজলের আমেরিকা প্রবাসী ছেলে কাজী মনিরুজ্জামান (৪০) কিছু দিন পূর্বে হাসুয়া গ্রামের শওকত হোসেন মোল্লার কাছ থেকে কয়খা মৌজার বিআরএস ৫৮১ নং দাগের ৫.৯ শতাংশ জায়গা ক্রয় করে বাড়ী ঘর করার উদ্দেশ্যে সিমানা প্রাচীর নির্মান করেন।
প্রতিবেশী রেন্টু গাজী বলেন- ঘটনার রাত ৯ টার পরে আজিজুল আমাকে মোবাইল ফোনে বলে, তাড়াতাড়ি আসেন একটা জায়গার দরবার আছে।
এ ব্যাপারে অভিযুক্ত আজিজুল গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আমি একা ভাঙ্গি নাই, এলাকার অনেক লোকজন সাথে ছিলো।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই মামুন শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন মিয়া বাদী হয়ে শামসু গাজীর ছেলে আজিজুল গাজী (২৫) এর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জন কে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply