মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ওয়ারেন্ট ভুক্ত ও মাদকসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছেন অভয়নগর থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কোটা বকুলতলা গ্রামের মৃত-ইউসুফ ফকিরের ছেলে খলিল ফকির(৩৫), বর্ণি গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মোঃ আকবর আলী(৩৪)। এদের কাছ থেকে ১২০ গ্রাম গাজা ও ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত আসামি উপজেলার মহাকাল ভাঙ্গাগেট গ্রাম থেকে আলী হোসেন মোড়লের ছেলে মোঃ আরমান হোসেন, গ্রামতলা ৮নং ওয়ার্ডের লগেন দাসের স্ত্রী বাশি রানী দাস, ও ফনি দাসের ছেলে লগেন দাস,সুধান্য দাসের ছেলে তপন দাস,ও বিশ্বনাথ ওরফে তরুন দাস, মৃত- বুধো দাসের ছেলে কৃষ্ণ দাস(৪২), কৃষ্ণ দাসের ছেলে চয়ন দাস(২০), উপজেলার ধোপাদী পশ্চিমপাড়া গ্রামের আঃ রহমান গাজীর ছেলে মোঃ ওমর গাজী ধোপাদী গ্রামের আব্দুল্লাহের ছেলে ইবাদুল গাজী(২৫), ও শাহিনুর গাজী, উপজেলার গুয়াখোলা প্রফেসরপাড়া এলাকার মোঃ আনোয়ার শেখের ছেলে মোঃ বুলবুল আহম্মেদ(৩০)।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, মাদকসহ ২জন ও ওয়ারেন্ট ভুক্ত ১১জন মোট ১৩ জন আসামিকে আটক করে মঙ্গলবার ৭জুলাই বিজ্ঞ আদালতে বিচারের জন্য পাঠানো হয়েছে অভিযান অব্যহত আছে।
Leave a Reply