সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট সনাতন জাগরণ সংঘের গীতা শিক্ষা কেন্দ্র পাগলা দেয়াপাড়া শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুক্রবার (০৪ আগস্ট) বিকাল ৫ টায় পাগলা দিয়াপাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ সময় গীতা শিক্ষা কেন্দ্রের সকল ছাত্র-ছাত্রীদের সমবেত কন্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি দেবপ্রসাদ দাস এর সভাপতিত্বে পূজা উদযাপন পরিষদ ফকিরহাট সদর ইউনিয়নের সাধারন সম্পাদক অসীম দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রাক্তন প্রধান শিক্ষাক দাস শিশির কুমার। পূজা উদযাপন পরিষদের ফকিরহাট উপজেলা শাখার সাধারন সম্পাদক সুমন ধর। সনাতন জাগরণী সংঘের সভাপতি বাপ্পা দত্ত। রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি দেবপ্রসাদ দাস সহ সনাতন জাগরনী সঙ্গে নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী।
এসময় তিনজন শিক্ষাথী কে উপস্থিতি পুরস্কার ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply