স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক ক্রিড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী- ২০২৩ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো- শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা, বৃক্ষ চারা বিতরণ ও ফুটবল প্রতিযোগীতা।
এ উপলক্ষ্যে শনিবার সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, শিক্ষক হাবিবুর রহমান মুকুল।
এ সময়- ওসি তদন্ত ফয়েজ আহমেদ, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, প্রকৌশলী শফিউল আজম, সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে বৃক্ষ চারা বিতরন ও বিকালে রাধাগঞ্জ একাদশ বনাম পৌর সভা একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও, শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে দলটির কার্যালয়ে বিকালে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
Leave a Reply