কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশীর গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার,জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাউফল পৌসভার মেয়র জিয়াউল হক জুয়েল, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply