শাহনাজ বেগম, মুন্সিগঞ্জ : “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মে দেশ গড়ি ” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে উদ্বোধন করা হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলার।
সোমবার (৩১ জুলাই) মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসীনা ফেরদৌস, মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. আব্দুল আজিজ,মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্নেহাশিস দাশ।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজিত এই বৃক্ষ মেলাতে নানারকম ফুলের গাছসহ ফলজ, বনজ, ঔষধি গাছের সমারোহ দেখা গেছে।
বিভিন্ন রঙের গোলাপ, জবা, রঙন, গন্ধরাজ, বেলী, কাঠগোলাপসহ দেশী বিদেশী নানা ফুলের গাছ, দেশী ও বিদেশী প্রজাতির আম, জাম, জাম্বুরা, পেয়ারা, লেবু, মাল্টা, আমড়া, জয়তুন, ড্রাগনসহ নানাবিধ ফলের গাছ, রেইনট্রী, বিভিন্ন রকম ঝাউগাছ, পাতাবাহার, মানিপ্ল্যান্টসহ নাম না জানা আরো হাজারো রকমের গাছের সমারোহে বৃক্ষমেলা সবুজে শোভিত হয়ে উঠেছে।
মেলায় প্রায় ২২ টি স্টলে বিক্রয় ও প্রদর্শনীর জন্য রয়েছে অসংখ্য গাছ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এড. মৃণাল কান্তি দাস এম পি বলেন, “আমাদের বেচেঁ থাকার প্রয়োজনীয় উপাদান অক্সিজেন সরবরাহ করে গাছ।
প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং অর্থনৈতিক ও আর্থ সামাজিক উন্নয়নে বৃক্ষ ও বনাঞ্চলের ভূমিকা অপরিসীম।”
তিনি আমাদের বেঁচে থাকা ও পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য ফলজ, বনজ অথবা ঔষধি যে কোন ধরনের গাছ লাগানোর পরামর্শ দেন।
সাতদিন ব্যাপী এই মেলার উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক বৃক্ষপ্রেমীর আগমন ঘটে মেলায়৷
Leave a Reply