সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে দুই দিন ব্যাপি সাহিত্য মেলা শুরু হয়েছে।
রোববার (৩০ জুলাই) দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ মেলার উদ্বোধন করেন।
ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় উপজেলার শিল্প সাহিত্য অঙ্গনে কাজ করা কবি, সাহিত্যিক ও শিল্পীদের এক মিলন মেলায় পরিনত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, প্রাক্তন প্রধান শিক দাশ শিশির কুমার, মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী।
এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।মেলায় কবিতা আড্ডা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন ও লেখকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।
Leave a Reply