শাহ আলম মিয়া, কোটালীপাড়া: “প্রধান মন্ত্রীর আহবান, তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধান মন্ত্রীর নিজ সংসদীয় নির্বাচনী এলাকা- ২১৭, গোপালগঞ্জ- ৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এর মনোনিত দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে প্রায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ চারা বিনা মূল্যে বিতরন করেন।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এ চারা বিতরন অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
বিশেষ অতিথী ছিলেন- ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপপ্রকল্প পরিচালক ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারন ও জনপ্রিয়করন প্রকল্প, কৃষিবিদ আব্দুল কাদের সরদার- উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী গোপালগঞ্জ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।
এ সময়- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান তুষার মধু, ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সব শেষে উপজেলা পরিষদ চত্তরে চারা রোপন করেন প্রতিনিধি।
Leave a Reply