বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ জাতীয় মৎস সপ্তাহ-২৩ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায়”নিরাপদ মাছে ভরবো দেশ-গড়ব স্মার্ট বাংলাদেশ”প্রতিপাদ্য নিয়ে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উপজেলা মৎস কর্মকর্তা নাসির উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম (মিনু),উপজেলা মাধ্যমিক কর্মকতা তপন কুমার দাশ, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া প্রমুখ।
এবিষয় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, প্রযুক্তির ব্যবহার এখন বিশ্বব্যাপী সমাদৃত। এসব প্রযুক্তির ব্যবহার দেশে ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে মৎস্য ও মত্স্যজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তি যেমন অটোম্যাটিক ফিস ফিলেটিং মেশিন, অটোমেটিক ফিশ ইনস্পেকশন সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের মৎস্য প্রক্রিয়াজাত কারখানায় এসব প্রযুক্তি ব্যবহার করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্মার্ট বাজার ব্যবস্থাপনায়ও বিভিন্ন ধরনের অ্যাপস ও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। অনুরূপভাবে, দেশের মত্স্যচাষি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আধুনিক প্রযুক্তি ব্যবহারমনস্ক ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এতে মৎস্য খাতে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, মাছের উৎপাদন বাড়বে এবং অর্থনীতির ভিত মজবুত হবে।
Leave a Reply