কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মুখে পাইপ, ডান হাতে ফয়েল। আর বাম হাতে লাইটার। শার্ট আর লুঙ্গি পড়ে আয়েশীভাবে ইয়াবা সেবন করছেন এক যুবক।
তার এ ছবিটি শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবি ব্যক্তিটির নাম মোঃ মশিউর রহমান সোহাগ ওরফে ফল সোহাগ । তিনি বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মোঃ আলম হাওলাদারের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সোহাগ একজন চিহিৃত মাদক বিক্রেতা। কয়েক বছর ধরে কালাইয়া বন্দরে প্রকাশ্য ইয়াবা বিক্রি করে আসছে। একাধিকবার ইয়াবাসহ গ্রেফতারও হয়েছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সোহাগ ২০২২ সালে ২শ পিস ইয়াবাসহ দুমকি থানা পুলিশের হাতে গ্রেফতার হন ।
গত কয়েক দিন আগে কালাইয়া বটতলা এলাকা থেকেও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগের কোনো রাজনৈতিক পদ না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
জনশ্রুতি রয়েছে, সোহাগের ইয়াবা ব্যবসার সাথে কালাইয়া বন্দরের এক যুবলীগ নেতাও জড়িত। যার কারণে এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন সোহাগ। মাদক ব্যবসার দ্বন্ধে নিয়ে একাধিক ব্যক্তিকে মারধরও করেন সোহাগ। সোহাগের হামলা থেকে রেহাই পায়নি তার আপন ভাইও।
এব্যাপারে বক্তব্য নিতে সোহাগের মোবাইল নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। সোহাগের ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেস দেয়া হলে জবাবে লিখেন, আমার ইয়াবা সেবনের ছবিটি এডিট করা। আমি মাদক ব্যবসার সাথে জড়িত না। আমি পুলিশের সোর্স হিসাবে কাজ করেছি। অনেক মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেছি। আমি পুলিশ ও র্যাবকে অনেক গাঁজাসহ ইয়াবা উদ্ধার করে দিয়েছি। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ। আমি ২০০১ সালের পর থেকে মাদক সেবন করিনা। যদি সেবন করি তা হলে আপনি রিপোর্ট করেন। আপনাকেও আমি মাদক সেবনের ভিডিও দিয়েছি আপনি রিপোর্ট করেননি।
এবিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর বলেন, সোহাগের ইয়াবা সেবনের ছবি আমি দেখেছি। ওর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে কয়েকটি মামলা আছে। আর মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্সে অবস্থান করছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত আছে।
Leave a Reply