স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থী চার মাসের অন্তসত্তা। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার একটি প্রভাবশালী মহল ঐ শিক্ষার্থীর গর্ভপাত ঘটানোর চেষ্টা চালাচ্ছে।
সরজমিনে জানা যায়, নিজেদের নুতন বাড়ী থেকে পুরাতন বাড়ী ফেরার সময় প্রতিবেশী নীল রতন বালার ছেলে চাচা অভিজিৎ বালা (১৮) এবং কিরন বাইনের ছেলে রাজু বাইন (২০) জোর পূর্বক মেছতা ক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষন করে শিক্ষার্থীকে। এতে ঐ শিক্ষার্থী অন্তসত্তা হয়ে পড়ে।
ভয়ে এ ঘটনা কাউকে না জানালেও তার শারিরীক অবস্থার পরিবর্তন দেখে বাবা মা ও স্বজনেরা বিষয়টি বুঝতে পেরে জিজ্ঞেস করলে ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনা সকলকে জানায়।
ঐ শিক্ষার্থী সাংবাদিকদের বলেন- আমি নতুন বাড়ী থেকে ফেরার পথে অভিজিৎ বালা ও রাজু বাইন মেছতা ক্ষেতে নিয়ে আমাকে জোর পূর্বক ধর্ষন করেছে।
ভুক্তভোগীর বাবা ও মা বলেন- আমরা গরিব অসহায়, প্রতিপক্ষ প্রভাবশালী, আমার মেয়েটার এমন সর্বনাশ করার পরেও আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে, আমরা এ ঘটনার বিচার চাই। তারা আরো বলেন- আমার মেয়ের গর্ভপাত করানোর জন্য নীল রতন বালা ও কিরন বাইন সহ একটি মহল বার বার তাগিদ দিয়ে আসছে।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের বাড়ীতে গিয়ে কাউকে না পেলেও সাবেক ইউপি সদস্য প্রকাশ বাইন, কপিল বাইন, নিখিল বাইন সহ অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply