ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতী ফেন্সিডিল ও মদসহ৩ মাদক কারবারীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। শনিবার রাতে উপজেলারবাগজানা ইউনিয়নের চেঁচড়া ও নাকুড়গাছী এলাকায় অভিযান চালিয়ে তাদেরআটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার চেঁচড়া গ্রামের তনছের আলীর পুত্র নুর ইসলাম ওরফে নুরু(৪৫) ও জয়পুরহাট সদর উপজেলার বুলুপাড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র শান্ত(২৩)। রোববার বিকেলে আটককৃ দের মাদক মামলায় জেল হাজতেপ্রেরণ করা হয়েছে।
পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলার চেঁচড়া গ্রামে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নুর ইসলাম নুরুকে আটক করা হয়। অপ রদিকে একইদিন
নাকুড়গাছী এলাকায় অটো তল্লাশী চালিয়ে ৫প্যাকেট অফিসার চয়েস ভারতী মদসহ শান্ত কে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক অভিযানের বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক মাদককারবারীদের মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply