ডেস্ক রিপোর্ট: বছরের শেষদিনটাকে স্বরণীয় করে রাখতে বাগেরহাটে সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, বাগেরহাট জেলা শাখা।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সচেতন, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। পরে প্রায় দেড় শতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষদের সহযোগিতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশীদার। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনায়ও বদ্ধপরিকর সংগঠনটি।
সংগঠনটির বাগেরহাট জেলা সমন্বয়ক সিফাত মল্লিক বলেন, আমরা নিজেরা আলোকিত মানুষ হতে এবং সেই আলোকিত মানুষের ছোঁয়ায় একটি আলোকিত সমাজ গড়তে চাই। চারপাশে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে। যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে সকলের পাশে দাঁড়াই তাহলে কেউ আর অসহায় হবে না, কেউ আর সুবিধা বঞ্চিত থাকবে না। আর এভাবেই সমাজে সৃষ্টি হবে ভ্রাতৃত্বের বন্ধন এবং ভালোবাসা। এ নিয়ে আমরা একটি প্রকল্প প্রস্তাবনাও প্রস্তুত করেছি।
Leave a Reply