মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আলহাজ আব্দুল কাদের বৃত্তি প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হাদীউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সরকারি ব্রজলাল কলেজের সহকারী অধ্যক্ষ জোবায়ের হোসেন, স্কুলের প্রান্তন প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্যা, ২নংওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল, স্কুল পরিচালনা পরিষদের সদস্য নূর আলম পাটোয়ারী, হাসান আলী গাজী, ইকবাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন, শাহ্ আলম, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply