মোঃ সবুজ মিয়া, বগুড়া: শীতে কাঁপছে বগুড়া। বৃহস্পতিবার সকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমেছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া।
তিনি জানান, সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর থেকেই জেলা জেলা জুড়ে ঘন কুয়াশা। সূর্যের দেখা মিলতে কিছুটা সময় লাগবে।
Leave a Reply