স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগামী ৬/৭ জানুয়ারি ২০২৩ (সম্ভাব্য) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগমন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দলটির কার্যালয়ে উক্ত সভা আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী কমাল হোসেন শেখ, সাবেক সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, সাবেক উপজেল পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হওলাদার, কলাবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ মজুমদার, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির হোসেন খান, মিজানুর রহমান তাঁজ বুলবুল, নাসির উদ্দিন তালুকদার, কবিরুল ইসলাম রুমি, ইউপি চেয়ারম্যান এ্যাড বিজন বিশ্বাস, সর্বানন্দ বৈদ্য, রফিকুল ইসলাম তালুকদার, ইস্রাফিল শেখ, মেহেদী হাসান মুন, চৌধুরী সেলিম আহমেদ ছোটন, রফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাদের আলী মিয়া, আবুল কালাম দাড়িয়া, রুহুল আমীন খান, মাজাহারুল ইসলাম পান্নাসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।
Leave a Reply