আদম আলী, রাজবাড়ী : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ত্রিলোচানপুর গ্রামের সরকারী রাস্তার গাছ কেটে রামদিয়া মেহেদী বেকারীতে খড়ি বিক্রির অভিযোগ পাওয়া গিয়েছে।
সরেজমিনে মেহেদী বেকারীতে গিয়ে দেখা যায় বিভিন্ন গাছের খড়ি স্তুপ করে রাখা হয়েছে বেকারীর সামনে।
নবাবপুর ইউনিয়নের ৩ নং ওর্য়াডের গ্রাম পুলিশ আব্দুল মালেক বলেন আমি খবর পাওয়ার পর ঘটনা স্থলে এসে দেখি ভ্যানে করে ত্রিলোচানপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে বাদশা মিয়া খড়ি নিয়ে এসেছে। সেই খড়ি বেকারীর মালিক মিলন ক্রয় করছে। বিভিন্ন সময় এরা রাস্তার গাছ কেটে এখানে বিক্রি করে থাকে বলে জানতে পেরেছি।
মেহেদী বেকারীর মালিক মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এর আগে এদের কাছ থেকে খড়ি কিনেছি। কিন্তুু এখন যখন জানতে পেরেছি তারা রাস্তার গাছ কেটে এখানে বিক্রি করছে তখন আমি ভ্যানে করে আনা সেই খড়ি বেকারীর সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি।
এদিকে এলাকার স্থানীয় লোকজন জানায় এরা প্রায়-প্রায় এধরনের কাজ করে থাকে। আর এই খড়ি ক্রয় করে থাকে মেহেদী বেকারীর মালিক মিলন।
Leave a Reply