শফিকুল ইসলাম হিরু, জেলা প্রতিনিধি : মোঃ জাহিদ হোসেন সভাপতি, সম্পাদক মোঃ বাচ্চু ঝালকাঠির রাজপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন আজ ২৭ ডিসেম্বর সকাল ১০ টায় রাজাপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মোঃ মাইনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ট্রাষ্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. শহিদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি নুরুল ইসলাম, স্বাশিপ ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার, বড়ইযা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম, রাজাপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন, প্রান কৃষ্ণ বিশ্বাস প্রমূখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজাপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন আঃ রাজ্জাক, কবির হোসেন, মোঃ বাহাউদ্দীন বাচ্চু, রিয়াজুল আলম, ফিরোজ আলম, মোঃ আবুবকর সিদ্দিক, মোঃজালাল আহম্মেদ, মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভায় উপজেলার ৫৩ টি বিদ্যালয়ের মধ্যে উপস্থিত ৪৮জন প্রধান শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৪৮ ভোটে পেয়ে রাজপুর মডেল পাইট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম সভাপতি এবং বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃবাহাউদ্দীন বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভা শেষে উপস্থিত অতিথিদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply