কহিনুর বেগম, পটুয়াখালী: পটুয়াখালীর সমূদ্র কন্যা হিসাবে পরিচিত কুয়াকাটায় সকালে থেকেই বইতে শুরু করেছে কনকনে ঠান্ডা বাতাস। সঙ্গে ঘন কুয়াকাশা ঢাকা পড়েছে চারপাশ। ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ভোগান্তিতে রয়েছেন গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারের জেলেরাও।
রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে পটুয়াখালী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীত শুরুর পর থেকেই গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। একই সঙ্গে হঠাৎ জেকে বসা শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও শীতজনিত রোগীর সংখ্যা। শীতার্ত এসব মানুষ বিত্তবানদের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
কুয়াকাটা পৌর শহরের ভ্যান চালক ইসমাইল হোসেন জানান, সকালে গঙ্গামতিতে পর্যটকদের সূর্য উদয় দেখাতে নিয়ে গেছি। কিন্তু শীতের কারণে পর্যটকদের নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে। এ বছরের সবচেয়ে বেশি শীত অনুভব হচ্ছে।’
পটুয়াখালী পৌর শহরের রিকশা চালক আবুল হাসান বলেন, ‘শীতে সবাই কাবু। সকালে ঘর থেকে মানুষ খুব কম বের হয়। তাই সকালে তেমন একটা ইনকাম হয় না। শীতের কারণে রাতে এবং সকালে রিকশা চালাতে অনেক সমস্যা হয়।’
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘আগামী এক সপ্তাহ শীতের এই অবস্থা বিরাজ করতে পারে। আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
Leave a Reply