কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার অজপাড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
এই প্রতিষ্ঠানের খ্যাতি ছড়িয়ে আছে।নিম্ন বিত্ত,মধ্য বিত্ত,দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা পড়াশোনা করে। কিন্তু পরিতাপের বিষয় ২০২৩ সালের পরীক্ষার্থীদের নিকট থেকে কোচিং ফি’র নামে ৩ মাসের জন্য ১৮০০ টাকা ফরম ফিলাপের পূর্বেই নিয়ে গেছে।এখন আবার স্কুল কর্তৃক নির্ধারিত ফরম ফিলাপের ২৫০০ টাকার জন্য অনেক পরীক্ষার্থীর ফরম ফিলাপ করা অসম্ভব হয়ে পড়েছে।
এ নিয়ে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগ-২১২০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ-২০২০ টাকা।
জেলা শিক্ষা অফিসার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ উপর্যুক্ত বিষয়ে সুষ্ঠ ও নিরেপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষার্থীদের অভিভাবক’রা অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply