কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা করা হয়েছে। ১৫-২০টি মটরসাইকেলের বহর নিয়ে প্রতিপক্ষ এ হামলা চালায়।
শুক্রবার দিবাগত রাতে ৯নং নাজিরপুর ইউনিয়নের রামনগর তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে ঘটনার দিন রাত ৭টার দিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ আহসান হাবিব মিন্টু, জহিরুল ইসলাম মজিবর, রিপন গাজী (৪৫), হাসানের নেতৃত্বে ২৫-৩০ জন লোক স্থানীয় মৃত মোসলেম গাজীর ছেলে আলমাস হোসেনের বসবাড়িতে হামলা চালায়। এসময় আলমাস হোসেনকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এধরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ আহসান হাবিব মিন্টু বলেন, ‘একাজ যখন আমার দ্বারা হওয়ার কথা ছিল তখনই হয়নি। আর এখন হওয়ারতো কোন প্রশ্নই আসেনা। ঘটনাটি সত্য নয় । এটা প্রতিপক্ষের অপপ্রচার।’
এবিষয়ে বাউফল থানা ওসি মোঃ আল মামুন বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply