কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উৎসবে প্রাক্তন শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও জমিদাতা সহ ২৬৭ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রাক্তন ছাত্র উইনিং কমান্ডার মশিউর রহমান লাবলুর সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আল আমিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনিচুর রহমান প্রাক্তন ছাত্র ও দায়রা জজ বরগুনা, পটুয়াখালী জেলা বার সভাপতি সাহাবুদ্দিন ও বাউফল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম।
Leave a Reply