কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলা আগামী ৫ই জানুয়ারী / ২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০টা হইতে (উজানী) ক্বারী ইব্রাহীম (রঃ) এর স্বরণে ও প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম সাহেবের প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসায় ২দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শুরু হতে যাচ্ছে।
মাহফিলে প্রতি বছরের ন্যায় এ বছর বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার কয়েক লক্ষাধিক লোক ও পরিবারের অংশ গ্রহনের প্রস্তুতি চলছে ।মাহফিলের প্যান্ডেল ও সামিয়নাসহ অন্যান্য কাজের প্রস্তুতি খুব দ্রুতগতিতে চলছে।
মাহফিলে উজানী বর্তমান সিনিযর শাইখুল হাদিস মাওলানা আব্দুর রহমান সাহেবের পরিচালনায় দেশ বরেণ্য আলেমগন অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন । দেশ বরেন্য আলেম ও মুসলিম উম্মার সমৃদ্ধি এবং দ্বীন ইসলাম সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন মুরহুম মোবারক করীম পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা ফজলে ইলাহী পীর সাহেব, মেজ সাহেবজাদা আশেকে ইলাহী পীর সাহেব, ছোট সাহেবজাদা ও মাদ্রাসার মোহতামিম মাহবুবে এলাহী পীর সাহেব ।
উক্ত মাহফিলে ছোট সাহেবজাদা ও মাদ্রাসার মোহতামিম মাহবুবে এলাহী পীর সাহেব সকল মুসলমানগনকে হেদায়াতের নিয়তে জিকিরের সহিত মাহফিলে অংশগ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন ।
মাহফিল শেষে ৬ জানুয়ারী/২৩ রোজ শনিবার বাদ ফজর নামাজ পর কবরবাসীর জান্নাত কামনায় ও দেশবাসীর সকলের মঙ্গল কামনার্থে দোয়া ও আখেরী মোনাজাত পেশ করবেন, বর্তমান পীর মাওলানা ফজলে ইলাহী সাহেব।
বিঃ দ্রঃ দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসা মুসল্লিগনকে আশেপাশের গ্রামে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
Leave a Reply