মোঃ সবুজ মিয়া, বগুড়া: করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া সদরে চতুর্থ ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম আলী বেগ, সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম এবং বীর মুক্তিযোদ্ধা ডাঃ আরশাদ সায়ীদ।
বগুড়া জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে অবস্থিত কোভিড-১৯ ভ্যাকসিনেশনের সব স্থায়ী সেন্টার থেকে করোনা টিকার চতুর্থ ডোজ নেওয়া যাবে। চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা পাবেন। শুধুমাত্র যাদের তৃতীয় ডোজ নেওয়ার চার মাস হয়েছে, তারাই চতুর্থ ডোজ নিতে পারবেন।
ডাঃ সামির হোসেন মিশু জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বগুড়া সদর, পৌরসভার এলাকার বিভিন্ন কেন্দ্রে করোনা প্রতিরোধে ৪র্থ ডোজের টিকা দেয়া হবে।
Leave a Reply