কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ মাসুদ ও মেহদী হাসান তুহিন নামে এ দু’জনকে মাদক ব্যবসার অপরাধে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ডিসেম্বর) রাতে কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই ওয়ার্ডের কান্দিরপাড় গ্রামের জাকির হোসেনের বাড়ির সামনে থেকে মাসুদের কাছ থেকে ১০পিচ ও মেহদী হাসান তুহিনের কাছ থেকে ১০ পিচ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ বৃহস্পতিবার তাদেরকে ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে সাথে রাখার অপরাধ আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
যাহার মামলা নং-১৭ তারিখ ২২/১২/২০২২ ইং। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমলোচনার ঝড় বইছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply