কহিনুর বেগম, বাউফল: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০,১২,২২ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে ওই অভিযান।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব এর নেতৃত্বে একটি টিম বাউফল উপজেলার পৌর শহরের বাজার রোডের কয়েকটি দোকানে অভিযান চালায়। এতে কয়েকটি দোকানে নকল ও মেয়াদ উত্তির্ণী পণ্য বিক্রির কারণে ৫টি দোকান মালিককে মোট ২২হাজার টাকা জরিমানা করেন। এসময় সচেতনতা বৃদ্ধির জন্য সাধারন ক্রেতাদের মাঝে ভোক্তা অধিকারের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনার ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কোন সমস্যা হলে ১৬১২১ নাম্বারে কল করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply