ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: পুলিশের কাছে কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব গাইবান্ধার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন পৌরসভার চকমামরোজপুর এলাকার ভুক্তভোগী সাজেদুর রহমানের পরিবার।
এসময় লিখিত বক্তব্যে সাজেদুর রহমান উল্লেখ করেন, তার চাচা নান্টু মিয়ার সাথে তার পরিবারের দীর্ঘদিন থেকে জমিজামা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার বিকেলে অন্যায়ভাবে তাদের বাড়ির জমি দখলের পায়তারা করতে থাকে নান্টুগংরা। এক পর্যায়ে তারা জমিতে প্রবেশ করে ইটের প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। এমন বিষয়টি জানতে পেরে একাধিকবার গাইবান্ধা সদর থানা পুলিশকে অবগত করে অনুরোধ জানানো হয়। তাদের জোরপূর্বকভাবে নির্মাণ করা কাজে বাঁধা দিতে গেলে আমাদের উপর হামলা করার প্রস্তুতিও ছিল তাদের। এজন্য তারা লোহার রড, স্টিলের পাইপ, দা-বটি নিয়ে ভারাটে গুন্ডাও ডেকেছিলেন নান্টুরা। আমরা এমন বিষয়টি টের পেয়ে মারাত্মক আশঙ্কা থেকে দফায় দফায় ফোন করি সদর থানা পুলিশকে। তাতেও কোনো সেবা না মেলায় ফোন করা হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। তবুও আসেনি পুলিশ। পরে বাধ্য হয়ে জোরপূর্বকভাবে করা ওই নির্মাণ কাজে আমিসহ কয়েকজন মিলে বাঁধা দিতে গেলে পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া তাজুল ইসলাম নান্টু মারার হুকুম দেয়।
পরে তাজুল ইসলাম নান্টুসহ ভারাটে সন্ত্রাসীরা আমিসহ আমার ভাইদের উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী মারপিট করে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ঘটনায় অন্তত ৭ জন গুরুত্বর আহত হয়। পরে আহতদের সবাইকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, তার পরিবারের সাতজনকে কুপিয়ে জখম করা হয়েছে। অপরপক্ষে তারা কেউ কোন ক্ষতিগ্রস্থ হয়নি। অথচ উল্টো সাজেদুরের পরিবারের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হয়েছে।
পুলিশের সহায়তায় তাদের হয়রানির উদ্দেশ্যেই এই মিথ্যা মামলাটি করা হয়েছে বলে সংবাদ সম্মলনে অভিযোগ করেন তিনি। এঘটনায় আটজনের নাম উল্লেখ করে সদর ঘটনায় তিনিও বাদি হয়ে একটি মামলা করেছেন বলে জানান সাজেদুর রহমান।
Leave a Reply