শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২টি মৎস্য ঘেরের বিপুল পরিমান মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা
হয়েছে। উপজেলার বানারঝোড় এলাকায় এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের কদম আলী মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (৬০) গোপালগঞ্জের নসু মিয়ার কাছ থেকে ২০০১ সালে বানারঝোড় মৌজায় ৮ একর জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে।
ভুক্তভোগি আবুল কালাম মোল্লা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন- আমি ২০০১ সালে নসু মিয়ার কাছ থেকে ২ দাগে ৮ একর জমি ক্রয় করে ৩ বৎসর পূর্বে ২টি মৎস্য ঘের তৈরি করে মাছ ও
মুরগি চাষ করে আসছি। আমি ঢাকায় ব্যবসার কাজে ব্যস্ত থাকায় ঘেরের মাছ ও মুরগি রক্ষণা বেক্ষণের জন্য ২ মাস পূর্বে কাচারিভিটা গ্রামের জয়নদ্দিন কাজীর ছেলে সেলিম কাজী (৫০) কে কেয়ার টেকার হিসাবে
নিয়োগ দেই। কয়েক দিন পূর্বে ঢাকা থেকে এসে দেখতে পাই ঘের গুলিতে মাছ নেই। সেলিমের যোগসাজোশে আমার ২টি ঘের থেকে ৬০ লক্ষাধিক টাকার মাছ চুরি হয়ে গেছে। এতে আমি পথে বসে গেছি, আমি এ ঘটনার তদন্তপূর্বক বিচারের দাবী জানাই।
এ ব্যাপারে সেলিম কাজী জানান- আমি ২মাস কালামের ফার্মে কাজ করে চলে এসেছি, আমি থাকাকালীন ঘেরের মাছ চুরি হয়নি, মাছ চুরির বিষয় আমি কিছুই জানিনা। এ ঘটনায় কালাম মোল্লা বাদী হয়ে মৎস্য ঘেরের কেয়ার টেকার সেলিম কাজীকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি, সত্যতা যাচাই করা হচ্ছে।
Leave a Reply