স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস-২০২২ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- শ্রদ্ধাঞ্জলী অর্পন, পতাকা উত্তোলন, আলোচনা সভা, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া-মাহফিল, মধ্যাহ্ন ভোজ, ভলিবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে পতাকা উত্তোলনের পর আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দুপুরে শিল্প কলা চত্বরে, গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭শ মুক্তিযোদ্ধার মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
দুপুরে জুম’আ বাদ ১৯৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ ও ৭১-এ সকল শহীদ, আহত, নিহত, জীবিত মুক্তিযোদ্ধা সহ দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের।
বিকেলে ভলিবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, সাবেক কমান্ডার হাজী লুৎফর রহমান শেখ, সাবেক কমান্ডার আঃ মালেক সরদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ এনায়েত বারী, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র, অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, আবুল কালাম দাড়িয়া প্রমুখ।
Leave a Reply