ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ ৪জনের জনের। সকাল সাড়সাটার দিকে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পলাশ বাড়ি গাইবান্ধা সড়কের সাকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, সকাল সাড়ে সাতটা দিকে গাইবান্ধা থেকে পাঁচজন যাত্রী নিয়ে জয়পুরহাট যাচ্ছিল একটি সিএনজি ।
ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে আসা গাইবান্ধাগামী শানে খোদা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই স্বামী শামিম মিয়া ও স্ত্রী শিমু সরকার, সিএনজি চালক নুরুল ইসলামসহ তিনজন নিহত হয়।
আহত দুইজন কে উদ্ধার করে আশংখা জনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথে শাকিল হোসেন নামে আর এক জনের মৃত্যু হয়। অপর আর এক জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
শামীম মিয়া তার স্ত্রী শিমুকে নিয়ে সিএনজি যোগে জয়পুরহাটে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন । নিহত সিএনজি চালকের বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বাকি নিহতদের বাড়ি সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস । দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।
Leave a Reply