শাহ আলম মিয়া, কোটালীপাড়া: বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদান ডিজিটাল ভূমি সেবা পেয়ে বেজায় খুশি গোপালগঞ্জের কোটালীপাড়ার কাঁচারী ভিটা গ্রামের সাবেক ইউপি সদস্য কৃষক নজরুল ইসলাম বাবুল।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা শিল্পকলা চত্তরে উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর (দাখিলা) পরিশোধ করেন তিনি।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথী গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনে প্রধান মন্ত্রী কর্তৃক মনোনিত উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি সাবেক সচিব শহিদ উল্লা খন্দকার এর হাত থেকে রসিদ গ্রহণ করেন সে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গির হোসেন সহ নেতৃবৃন্দ।
নজরুল ইসলাম বলেন- প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভূমি সেবাকে ডিজিটালাইজেশন করায় আজ দেশের সকল মানুষ খুব সহজে অল্প সময়ে কোন প্রকার ভোগান্তি ছাড়াই জায়গা জমির দাখিলা সহ সব কাজ সুন্দর ভাবে সম্পন্ন করতে পারছে।
তিনি আরো জানান- শুধু ভূমি সেবা নয় দেশের সকল সেক্টরেই লেগেছে ডিজিটালাইজেশনের ছোয়া, যার ফলে মানুষ আজ ঘরে বসেই সারা বিশ্বের খবরাখবর আদান প্রদান করতে পারছে, এক কথায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জীবন যাপন করতে পারছে দেশের মানুষ, এ জন্য আমি বেজায় খুশি। একজন প্রান্তিক কৃষক হিসেবে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি তিনি যেন আমাদের মাঝে দীর্ঘজীবি হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন, দেশ কে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন।
Leave a Reply