স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে শেখ হেলাল উদ্দিন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরীব ও অসহায় শীতার্থদের মাঝে ৪ হাজার শীত বস্ত্র বিতরণ করেছেন।
রবিবার দুপুরে উপজেলা আওয়ামলীগ দলীয় কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এসএম কামাল হোসেন, নব নির্বাচিত সভাপতি জেলা আওয়ামী লীগ মাহবুব আলী খান, নব নির্বাচিত সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগ শাহাব উদ্দিন আজম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, মেয়র টুঙ্গিপাড়া পৌরসভা তোজাম্মেল হোসেন টুটুল, সাবেক মেয়র টুঙ্গিপাড়া পৌরসভা ইলিয়াস হোসেন, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, সাবেক হিরন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান প্রমুখ।
Leave a Reply