কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি।
মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম ফারুক, আনিচুর রহমান, মরিয়ম বেগম নিশু ও ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা প্রমুখ।
কর্মীসভায় মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকহাজার নেতাকর্মী অংশ নেয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আসম ফিরোজ এমপি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। বিজয়ের এই মাসে বাংলাদেশের সকল অর্জন বিএনপি-জামায়াত নস্যাৎ করতে তৎপর হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফের নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।
Leave a Reply