সুকুমার রায়, কাহারোল : “ মানব মর্যাদা, স্বাধীনতা আর ন্যায় পরায়ণতায় দাড়াবো সবাই মানবাধিকার সুরক্ষায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে মানবধিকার লংঘনের বিরুদ্ধে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১১টায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্বিজিনাস এ্যান্ড ভালনারাব্ল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে হেক্স/ ইপার এর সহযোগিতায় ও ইএসডিও এর বাস্তবায়নে এবং কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি উপজেলা চত্ত¡র হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: নাইম হাসান খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার কাদেরী, ইএসডিও প্রকল্প অফিসার মো: রাজিউর রহমান রাজু, ইএসডিও- রিভাইভ প্রকল্পের উপজেলা অফিসার মো: সেলিম উদ্দীন প্রমুখ। আলোচনা সভায় প্রায় ৫ শতাধিক উপকার ভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply