শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা মারপিটে এক নারী সহ ৫জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, এলাকার মৃত হারাধন হালদারের ছেলে নরেন্দ্রনাথ হালদার (৬০) সাথে প্রতিবেশি মৃত অবিলাস হালদারের ছেলে অখিল হালদার (৫০) এর বাড়ীর জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ ঘটনায় আদালতে বাটোয়ারা মামলাও চলমান রয়েছে। ঘটনার দিন বিরোধ পূর্ণ জায়গায় অখিল ঘর তুলতে গেলে নরেন্দ্রনাথ লোকজন নিয়ে বাধা দেয়। এ সময় অখিলের
লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নরেনের লোকজনের উপর হামলা চালায়। তাতে শৈবালিনী হালদার (৫০), পঞ্চানন হালদার (৫৫), নরেন্দ্রনাথ হালদার (৬০), বিপ্লব হালদার (২৮), প্রমথ হালদার (৩৫) সহ
৫জন আহত হয়। এদের মধ্যে শৈবালিনী হালদার ও পঞ্চানন হালদারকে গুরুত্বর অবস্থায় চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। বাকিরা প্রাথমিক ভাবে চিকিৎসা নেয়।
অপূর্ব হালদার, রমেন হালদার, সুবল হালদার, চিত্তরঞ্জর মধু, নকুল বালা, গীতা হালদার, ক্ষীতিশ পান্ডে, বিধান সরকারসহ একাধিক এলাকাবাসী বলেন- আদালতে বাটোয়ারা মামলা চলে, অখিলরা জায়গা মাপতে চায়না, জোর করে ঘর তুলতে চায়, নরেনরা বাধা দিলে মারপিট করে, প্রতিবছরই এরকম ঘটনা ঘটিয়ে আসছে।
নরেন্দ্রনাথ হালদার জানান, আমাদের পূর্বপুরুষের এ্যাজমালী জায়গা, অখিলরা বেশি খায়, মেপে সীমানা নির্ধারণ করতে চেয়েছি, তা তারা মানে না।
এ ব্যাপারে অখিল হালদারের সাথে কথা বলার জন্য বাড়ীতে গেলে তার ভাই অসীম হালদার ও ললিত হালদার বলেন, আমরা ঘর তুলতে গেলে নরেন বাধা দিয়ে আমাদের মারপিট করে, আমরা মারপিটের জন্য প্রস্তুত ছিলাম না। এ ঘটনায় উভয় পক্ষ কোটালীপাড়া থানায় ভিন্ন ভিন্ন অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই মামুন শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এলাকায় গিয়েছিলাম, আপোষ মীমাংসার প্রস্তুতি চলছে।
Leave a Reply