কহিনুর বেগম, বাউফল: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের ফল সহ শতাধীক শীতকালীন সবজি গাছ কেটে ফেলেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়নের উত্তর নারায়নপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নারায়নপাশা গ্রামের কৃষক আবুল বশার হাওলাদার প্রতিদিনের মত সকালে গাছের পরিচর্যার জন্য সবজি ক্ষেতে গিয়ে দেখেন তার লাগানো করলা,শশা, সীম ও বরবটি গাছগুলো সব গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। বশার হাওলাদার বলেন, শত্রুতা বশত: রাতের আঁধারে কেউ এমনটা করেছে। গাছগুলোতে সবেমাত্র ফল আসতে শুরু করেছে। সব ফলগুলো নিয়ে গেলেও এত কষ্ট পেতামনা। গাছগুলো কেটে ফেলায় আমার প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ক্ষতি হয়েছে।
Leave a Reply