মোঃ শফিকুল ইসলাম হিরো, ঝালকাঠি: ঝালকাঠিতে মোটর সাইকেল দূর্ঘটনায় ডিসি অফিসের স্টাফ নাসির উদ্দিন মারাত্মক আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ঝালকাঠি শহরের গুরুদম ব্রীজের ঢালে পিছন থেকে বেপরোয়া গতির একটি হোন্ডা নাসিরউদ্দিনের মোটর সাইকেলের পিছন দিক থেকে আঘাত করে।
গাড়ীর ধাক্কায় নিচে পড়ে নাসির উদ্দিনের ডান পা ভেঙ্গে তিন খন্ড হয়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি নবাগত জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, এনডিসি অংছিং মারমা ও নাজির মোঃশাহাদাৎ হোসেন ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে যান। জেলা প্রশাসক হাসাপতালে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ ও আহত নাসির উদ্দিনের খোজ খবর নেন। বর্তমানে নাসির উদ্দিন বরিশাল হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হসপিটালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহত নাসির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক বশির আহাম্মেদ খলিফা জানান, “আমার বড় ভাই নাসির উদ্দিন খালিফা(৪৮), ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার অফিস স্টাফ। তিনি ঘটনার দিন অফিসের দায়িত্ব পালন শেষে নিজ মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় ঝালকাঠি পৌরসভাস্থ গুরুদাম ব্রিজ এর পূর্ব ঢাল থেকে ব্রীজে নামার সময় পিছন থেকে আসামী শাওন হাওলাদার (২২) একটি মোটর সাইকেল (গাড়ী নং ঝালকাঠি ল ১১-০৩৭৬) বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দেয়। আসামীর গাড়ীর ধাক্কায় আমার বড় ভাই গাড়িসহ রাস্তায় পড়ে গিয়ে ডান পা ভেঙ্গে ৩ (তিন) টুকরা হয়ে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত মারাত্মক জখম হয়েছে। আমার ভাইকে মারাত্মক আহত অবস্থায় পথচারীরা ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খুব খারাপ দেখে বরিশাল রেফার করেন।
ঝালকাঠি হাসপতালের রেজিঃ নম্বর-৩২৪৮/০৯ তারিখ: ০৮/১২/২০২২ ইং সময়: রাত ৯:২০মি। আমি ফোন পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে আমার ভাইকে মারাত্মক আহত অবস্থায় পেয়ে বরিশাল উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাই। আমাদের ধারনা আসামী পুর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কোন শত্রুতাবশত মোটর সাইকেলের পিছন দিক থেকে আসামীর মোটর সাইকেল দ্বারা আঘাত করে আমার ভাইকে হত্যা করতে চেয়েছিল। আসামীর মোটর সাইকেল খানা বর্তমানে ঝালকাঠি থানা হেফাজতে রয়েছে। ঘাতক শাওন পলাতক আছে।”
ঝালকাঠি সদর থানার এসআই মোঃ মাসুম খবর পেয়ে ঘটনা স্থলে যান। তিনি ঘটনা স্থল থেকে ঘাতক শাওন হাওলাদারের গাড়ী আটক করে থানায় নিয়ে যান।
Leave a Reply