শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গােপালগঞ্জর কােটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ী ঘর নির্মানের অভিযাগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার মধ্য মাঝবাড়ী গ্রামের খালে এ ঘটনা ঘটে।
সরজমিনে জানা যায়, গােপালগঞ্জ- কােটালীপাড়া খাল থেকে মধ্য মাঝবাড়ীর উপর দিয়ে হিরন খাল পর্যায়ে প্রবাহিত হয়েছে একটি শাখা খাল।
বৃটিশ আমল থেকে প্রবাহিত হওয়া এ খালটি দিয়ে এক সময় ধান-পাট বােঝাই বড় বড় নৌকা চলাচল করতে বলে জানায় এলাকার লােকজন। আগে খালটির আয়তন ৩২ফুট থাকলেও নাসির তালুকদার ও তার লােকজন খালের পশ্চিমপাড় এবং আলমগীর সিকদার ও তার ভাইয়েরা পূর্বপাড় বাধার কারনে বর্তমান উক্ত খালের আয়তন কম দাঁড়িয়েছে ১০ ফুটের কম।
সত্তর বয়সী আঃ কুদ্দুস দাঁড়িয়া সাংবাদিকদের বলেন- এটা বটিশ আমলর খাল, বড় বড় নৌকা এই খাল দিয়ে চলাচল করতে দেখেছি, সারা বছর গ্রামের লােকজন নৌকায় ধান-পাট সহ মালামাল নেওয়া আনা করে, পূর্বই নাসির তালুকদার পশ্চিমপাড় বেধে বাড়ী ঘর নির্মান করেছে। বর্তমান আলমগীর সিকদারে খালের পূর্বপাড় বালু দিয়ে ভরাট করে বাড়ী নির্মানের পায়তারা চালাচ্ছে। এ খাল একসময় থাকবে না।
আক্রাম তালুকদার জানান- আলমগীর সিকদার বৃটিশ আমলের খাল বালু ভরাট করে বাধিতেছে, তাতে এলাকার নৌকা চলাচল ইরি ব্লক ফসলাদিসহ নিত্য প্রয়ােজনীয় কাজে অসুবিধা হবো।
আলমগীর সিকদার বলেন- আইয়ুব আলী তালুকদার, নাসির তালুকদার খালের পশ্চিমপাড় বেধে ঘর বাড়ী বাথরুম টয়লট নির্মান করেছে, আমার ২ থেকে ৩ ফুট খালের জায়গা ভরাট হতে পারে। সার্ভেয়ার এসে মেপে খালের জায়গা নির্ধারন করে দিলে আমি বালু সরিয়ে ফেলব।
এ বিষয়ে মাঝবাড়ী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা স্বপন কুমার দে এর সাথে যােগাযাগ করা হলে তিনি বলেন- খালের পশ্চিমপাড় নাসির তালুকদার অনেক পূর্বেই কিছু জায়গা দখল করে বাড়ী ঘর নির্মান করেছে। বর্তমান খালের পূর্বপাড় আলমগীর সিকাদার বালু দিয়ে ভরাট করেছে, আমি অভিযাগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলমগীর সিকদারকে বালু সরিয়ে নিতে বলেছি।
Leave a Reply