মো.হারুনুর রশিদ, কচুয়া: চাঁদপুরের কচুয়ায় শুয়ারুল তেলের পাম্পের মোর ঢাকাগামী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমেনা আক্তার নামে ৬বছরের একটি শিশুকণ্যা ঘটনাস্থলেই মারা যান।
স্হানীয় সূত্রে জানাযায় ট্রাকটি ঢাকাগামী সাচার ১নং ইউনিয়ন শুয়ারুল তেলের পাম্পের আসলে,সাচারগামী যাত্রীবাহী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সিএনজি থাকা যাত্রীসহ অত্যন্তপক্ষে ৭জন আহত হন এর মধ্যে মায়ের কোলে থাকা বারৈয়ারা গ্রামের বাসিন্দা হাজী খালেক মিয়ার ছেলে মো হারুন অর রশিদের ৬বছরের কণ্যা মায়ের কোলে থাকা আমেনা আক্তার ঘটনাস্থলেই মারা যান।
তবে পাথৈর ইউপি ১নং ওয়ার্ড মেম্বার শাহজালাল মোল্লার সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় নিহত শিশুর আমেনার মা ও সিএনজি ড্রাইভার সোহেল এবং বারৈয়ারা উত্তর পাড়ার সুমনের স্ত্রী শান্তা নামে একজন মহিলাসহ আরোও ২/৩জন আশংকা জনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সড়ক দূর্ঘটনাকৃত ট্রাক ও সিএনজি সাচার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.আনোয়ার হোসেন হেফাজতে রয়েছেন বলেও জানা যায়।
Leave a Reply