স্টাফ রিপার্টার: গােপালগঞ্জের কােটালীপাড়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়ােগে মাছ নিধন করেছে একটি কুচক্রী মহল। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পিনজুরী ইউনিয়নের চিতশী বিল এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, ঘের মালিক নাজমুল হাওলাদার নানু ও মিকাইল শরীফের নিকট থেকে ১৩ বিঘা আয়তনের ঘেরটি ৩ বৎসর পূর্ব ১০ লক্ষ টাকার চুক্তিতে ৫ বছরের জন্য ভাড়া নেয় চিতশী গ্রামের আজিজুল হাওলাদারসহ ৫জন। এতো দিন স্বাভাবিক নিয়মে ঘেরে মাছ চাষ চালিয়ে আসলেও ঘটনার রাতে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কয়কেজন কুচক্রী উক্ত ঘরটিতে বিষ প্রয়ােগ করে।
ইউপি সদস্য আনােয়ার হােসেন, ফরিদ মুন্সি, সিরাজুল ইসলাম, রােকন হাওলাদার, এনায়েত শরীফসহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- কাজটি খুবই ন্যাক্কারজনক হয়েছে, যেই করেছে আইনের কাছে তার সুষ্ঠু বিচারের দাবী জানাই।
মৎস্য ঘেরের মুরগি ফার্মের কর্মচারী জােনায়েদ উল্লাহ ও ইকবাল শেখ জানান- রাত আনুমানিক সােয়া বারোটার দিকে নবিরুলসহ তিনজন লােক এসে ঘেরের ভিতর ট্যাবলট জাতীয় কিছু ছিটিয়ে দেয়, মুখ ঢাকা থাকায় অন্য দুইজনের পরিচয় জানতে চাইলে নবিরুল হুমকী দেয়।
আজিজুল হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এ বৎসরে ঘেরে ২শ মন পােনা মাছ দিয়েছি, ১৪শ থেকে ১৫শ মন মাছ বিক্রি করবাে বলে আসা করেছিলাম, বিষ প্রয়ােগে আমার ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে।
এ ব্যাপারে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার রায়হান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান- মাছে কােনো রােগ নেই, লক্ষণ দেখে মনে হয় কেউ বিষ প্রয়ােগ করেছে, ফরেনসিক রিপাের্ট ছাড়া সঠিক কিছু বলা সম্ভব নয়।
এ ঘটনায় কহিনুর বেগম বাদী হয়ে নবিরুল মুন্সি, তরিকুল মুন্সি ও মফিজুর রহমান কালুসহ অজ্ঞাত নামা ৪/৫জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযাগ দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত মফিজুর রহমান কালুর সাথে মােবাইল ফােনে যােগাযােগের চেষ্টা করা হলেও ফােনটি বন্ধ পাওয়া গছ।
এ বিষয় কােটালীপাড়া অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- অভিযােগ পেয়েছি, তদন্ত
সাপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply