স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজা সহ ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার বিকেলে গোপান সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাঘরকান্দা ও মহুয়ার মোড়ে অভিযান চালিয়ে, ঘাঘরকান্দা গ্রামের আফজাল মোল্লার ছেলে ইবাদুল মোল্লা (২৬), সুলতান মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (৪৩) এবং গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আইয়ুব কাজীর ছেলে আনিস কাজী সহ ৩ জন কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমার বলেন- গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে, তাদের নামে মাদক আইনে থানায় ২টি মামলা দিয়ে আজ রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply