ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লি: এর নির্বাচন উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে ১২৮ ভোট পেয়ে চেয়ার মার্কায় সভাপতি মো: মোস্তফা কামাল ও ১০৯ ভোট পেয়ে হরিণ মার্কায় সাধারণ সম্পাদক মো: গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। নিকটবর্তী সভাপতি প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: লাল মিয়া ৯২ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো: আলী আজগর আকাশ ৬১ ভোট পেয়েছে।
কার্যকরী পরিষদের অন্যান্য ৯ নির্বাচিত সদস্যরা হলেন আবুল কালাম গাজী (প্রাপ্ত ভোট ১৪৬), আবুল কালাম বেপারী (প্রাপ্ত ভোট ১৩০), মো: নজরুল ইসলাম (প্রাপ্ত ভোট ১২৪), মো: ইউনুস মল্লিক(প্রাপ্ত ভোট ১১৯), মো: সাইদুল ইসলাম (প্রাপ্ত ভোট ১০২), মো: আউয়াল (প্রাপ্ত ভোট ৯০), মো: মজিবর রহমান (প্রাপ্ত ভোট ৮৬), মো: সোহাগ হোসেন (প্রাপ্ত ভোট ৮১)।
মোট ভোটার সংখ্যা ছিলো ২৩৬, কাষ্টিং ভোটের সংখ্যা ২২৬, অনুপস্থিত ভোটার ১০টি। অবৈধ বা বাতিল ভোট ৬/৭/১০টি। নির্বাচন কমিটির সভাপতি ছিলেন মো: আব্দুল হান্নান মিঞা, সদস্য ছিলেন মো: রফিকুল ইসলাম ও এ.বিএ.ম আনিচুর রহমান।
নির্বাচন কমিটির সভাপতি মো: আব্দুল হান্নান মিঞা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটেরদের মধ্যে আনন্দ উৎসব পরিলক্ষিত হয়েছে।
Leave a Reply