শাহ আলম মিয়া, কোটালীপাড়া : ৩ ডিসেম্বর কোটালীপাড়া পাক হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ আলোচনা সভার আয়োজন করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা প্রজন্ম পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ। উক্ত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,
বীর মুক্তিযোদ্ধা- আতিয়ার রহমান, সহদেব বৈদ্য, আবুল কালাম দাড়িয়া, সুধারঞ্জন রায়, মোদাচ্ছের হোসেন ঠাকুর, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা- আব্দুল মান্নান শেখ, জাহাঙ্গীর হোসেন শেখ, গৌরংঙ্গ লাল চৌধুরী, এসএম হুমায়ুন কবির, তৈয়াবুর রহমান সরদার, শোভা বৈরাগী, গীতা বিশ্বাস, চিত্তবৈদ্য। মুক্তিযোদ্ধা প্রজন্ম- পলাশ সরদার, শাহআলম মিয়া, কামাল হাওলাদার, সামছুল হক সহ বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply